চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে খালে ডুবে বৃদ্ধের মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

২৭ মে, ২০২৪ | ৫:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মনসুর আলম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ি মৃত লেদু মিয়ার ছেলে।

 

সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় স্থানীয়রা মনসুর আলমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, বৃদ্ধ মনসুর আলম খালে ধর্ম জাল দিয়ে মাছ ধরতেন। তিনি খাল থেকে ধর্ম জাল টেনে তোলার সময় পানিতে পড়ে যান। তার ৫ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

 

ডা. পূজা ভৌমিক জানান, বিকেল ৪টার দিকে বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট