চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি শহীদ হন। শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতাও তিনি।

 

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি এদেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। আর চট্টগ্রামেই এই সফল, সৎ, দূরদর্শী ও দেশপ্রেমিক প্রেসিডেন্ট নিজের জীবন উৎসর্গ করেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে। এ বছর দিনটি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে।

 

মহানগর বিএনপি: শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি দু’দিনের কর্মসূচি পালন করছে। দলটি গতকাল বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমান বীর উত্তমের রাঙ্গুনিয়াস্থ মাজারে শ্রদ্ধা নিবেদন করে। আজ শুক্রবার বাদ জুমা নগরীর বিভিন্ন মসজিদে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

 

এছাড়া মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার এবং বিকেল সাড়ে ৩টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।

 

মহানগর যুবদল: সার্কিট হাউসে জিয়া স্মৃতি জাদুঘরে কোরআন খতম এবং গরিবদের মাঝে খাবার বিতরণ করবে মহানগর যুবদল। আগামীকাল শনিবার মহানগরের প্রতিটি ওয়ার্ডে গরিব ও অসহায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হবে।

 

উত্তর জেলা বিএনপি: দু’দিনের কর্মসূচির মধ্যে গতকাল বৃহস্পতিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করা হয়। আজ শুক্রবার সকালে বিএনপির উত্তর জেলার সকল উপজেলা ও পৌরসভা এবং সকল অঙ্গসংগঠন রাঙ্গুনিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করবে।

 

দক্ষিণ জেলা বিএনপি: আজ শুক্রবার সকাল ১১টায় রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রথম মাজারে দক্ষিণ জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন, খতমে কোরআন ও দোয়া মাহফিল করবে। কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, জেলার ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আওতাধীন সকল উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট