বহির্নোঙর থেকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে ফেরার পথে বোট ক্লাবের কাছে বন্দর চ্যানেলে ‘শি জি ফেং’ নামে চীনের পতাকাবাহী একটি জাহাজ আটকে গেছে।
মঙ্গলবার (২৮ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব এলাকার কাছে কর্ণফুলী চ্যানেলে ৪০০ টন স্টিলের কয়েল বহনকারী এ জাহাজটি আটকে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট ট্রাস্ট শিপিং লিমিটেডের একজন কর্মকর্তা।
জাহাজটি গত ২০ মে পঁচিশ হাজার টন স্টিলের কয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। এটিকে বন্দরের ৬ নম্বর জেটিতে বার্থিং দিয়ে স্টিল কয়েল খালাস করার কার্যক্রম শুরু হয়। বন্দরে ২০ হাজার ৬ শ টন কার্গো খালাসের পর ঘূর্ণিঝড় রেমালের কারণে বাকি পণ্য নিয়েই জাহাজটি ২৬ জুন সকালে জেটি ছেড়ে গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) একজন কর্মকর্তা জানান, স্টিয়ারিং বিকল হয়ে জাহাজটির নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি। তাই এটি বয়ার সাথে আটকে গেছে। জাহাজটি চ্যানেলের এক পাশে আটকে যাওয়ায় অন্য জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলেও বন্দরের ওই কর্মকর্তা জানান। বন্দরের টাগবোট দিয়ে জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ