চট্টগ্রামের ভুজপুরে দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘মানবিক উত্তর ফটিকছড়ি’ নামের একটি সংগঠন। শুক্রবার (২০ ডিসেম্বর) ভুজপুরের জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রম সম্পন্ন করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
এসময় ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, চকবাজার থানা জামায়াতের আমীর খালেদুল আনোয়ার, আবু তাহের, মাস্টার মো. হাসান, জিয়াউল হক জিয়া, এম এ মান্নান, খালেদুল আনোয়ার, মাওলানা মহিউদ্দিন আহমেদ, মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াসিন আরফাত, মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার আমির হোসেন, মাওলানা বদিউল আলম ফারুকী, সাংবাদিক কাউসার সিকদার, জাফর ইমাম, ওসমান গনি, এমদাদ, মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জামায়াত বিভিন্ন মানবিক কাজে সবসময় এগিয়ে আসে। সিলেট ও ফটিকছড়ির বন্যায় জামায়াতে ইসলামী সবার আগে এগিয়ে এসেছে। দেশের যে কোনো ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
সাম্প্রতিক সময়ের সংখ্যালঘু বিতর্ক নিয়ে তিনি বলেন, দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীস্টান সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলেই আগামী নির্বাচনে জনগনের ভোটাধিকার ফিরিয়ে এনে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়বো।
মানবিক উত্তর ফটিকছড়ির প্রধান সমন্বয়ক হাসান শামসুদ্দিন বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সবসময় সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকি। এই হাড়কাঁপানো শীতে এখানকার নিম্ন আয়ের মানুষ ভীষণ কষ্টে আছে। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে একটু উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশা’ল্লাহ।
পূর্বকোণ/পারভেজ