হাটহাজারী পৌরসভার বাসস্টেশনে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার ইদ্রিস টাওয়ারের পেছনে ঝাল বিতান দোকানের কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাস স্টেশন এলাকার মো. রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন “ভাই ভাই ঝাল বিতান” নামক প্রতিষ্ঠানের টিনের তৈরি কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
এলাকাটি বানিজ্যিক কেন্দ্র হওয়ায় এসময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিযন্ত্রণে আনে। এতে লক্ষাদিক টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানার রান্নার গরম তেল থেকেই এ আগুনের সূত্রপাত হয়।
পূর্বকোণ/এমটি/পারভেজ