চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সাকিব-তামিমের লডাইয়ে সাকিবের জয়

ক্রীড়া ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের ফরচুন বরিশাল। শ্বাসরূদ্ধকর এই ম্যাচে সাকিবের জয় হয়েছে।

 

আগে ব্যাট করতে নেমে কাইল মায়ার্সের ঝড়ো ৪৬ রানের সাথে তামিম ইকবালের ৩৩ রানের ইনিংসে বড় সংগ্রহের পথে ছিল দক্ষিণের দলটি। তবে আবু হায়দার রনির ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে বরিশাল। লক্ষ্য তাড়ায় ব্রেন্ডন কিং ও সাকিব আল হাসানের ঝড়ো ইনিংসে ৩ বল হাতে রেখেই ১ উইকেটের জয় তুলে নেয় রংপুর। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার রাউন্ড নিশ্চিত করলো রংপুর।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট