চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

১৪টি স্বর্ণের বার ছিনতাই ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৩ | ৮:২১ অপরাহ্ণ

নগরীর হাজারী গলির স্বর্ণ ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ বুধবার ( ৯ আগস্ট) বিকাল পর্যন্ত ২৮ ঘণ্টার পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানা ও চট্টগ্রাম নগরীর বাকলিয়া এবং কোতোয়ালী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন : জয়ন্ত বনিক, প্রবীর বনিক, আব্দুর রউফ, মো. মাঈনুদ্দীন হাসান তুষার এবং শ্রাবণী বণিক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন,  গত ৬ আগস্ট ভোরে হাজারী গলির বনলতা কাটিং সেন্টার নামক স্বর্ণালংকার তৈরির কারখানার ম্যানেজার কনক ধর  ১৪টি স্বর্ণের বার নিয়ে রিক্সায় করে গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। পথে  হাজারী গলি সংলগ্ন বনফুল মিষ্টি দোকানের সামনে রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ৪ জন আসামি তার রিক্সার সামনে এসে তাকে মারধরের ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা ১টি কাপড়ের শপিং ব্যাগের ভিতর থাকা ১৪টি স্বর্ণের বার যার ওজন ১৪০ ভরি জোরপূর্বক নিয়ে লালদিঘীর পাড়ের দিকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে কনক ধর বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৪ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করে। মামলার পর সিসিটিভি ফুটেজে আসামি শনাক্তের পর গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানা, চট্টগ্রাম নগরীর বাকলিয়া এবং কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ঘটনায় জড়িত ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৬টি স্বর্ণের বার ও স্বর্ণের বার বিক্রয় করা ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট