চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে শিশু হত্যা: ৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৪ | ৬:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে শিশু আজিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রনি আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রনি আক্তার ফটিকছড়ি থানার হাইদচকিয়া এলাকার রিপন মিয়ার ছেলে।

 

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে রাউজান উপজেলার গহিরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, বায়েজিদে শিশু আজিম হত্যা মামলায় আদালত আসামি রনি আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ মামলায় ৮ বছর পালিয়ে থাকার পর গতকাল শনিবার রাউজান উপজেলার গহিরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট