চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব জন্মনিরোধ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ২৬ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব জন্মনিরোধ দিবস। পরিকল্পিত পরিবার গঠন ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য আনুযায়ী সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশে বর্তমানে জন্মনিয়ন্ত্রণের জন্য পিল বা খাবার বড়ি, কপারটি, ইনজেকশন, লাইগেশন, চামড়ার নিচে বসিয়ে দেয়া ক্যাপসুল (ইমপ্ল্যান্ট), কনডম এবং ভ্যাসেকটমি পদ্ধতি চালু রয়েছে। কনডম ও ভ্যাসেকটমি পদ্ধতি পুরুষদের জন্য এবং বাকিগুলো নারীদের জন্য।

 

গত পাঁচ বছরে একমাত্র জরুরি বড়ি নেওয়ার হার ব্যাপকহারে বেড়েছে। অপরিকল্পিত যৌনমিলনের ৭২ ঘণ্টার মধ্যে এ বড়ি খেতে হয়। সরকারিভাবে ২০১৬-২০১৭ অর্থবছরে শুধু ঢাকায় জরুরি বড়ি দেওয়া শুরু হয়। সে সময় ১৫২টি বড়ি সরবরাহ করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে সারাদেশে পৌনে চার লাখের বেশি জরুরি বড়ি সরবরাহ করা হয়।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট