চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে আজকের বিজিবি

নিজাম উদ্দিন লাভলু, রামগড়

২০ ডিসেম্বর, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ

আজ (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। আজ থেকে ২২৯ বছর আগে ১৭৯৫ সালে পার্বত্য চট্টগ্রামের রামগড়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ নামে গোড়াপত্তন হয় সীমান্তের অতন্দ্রপ্রহরী খ্যাত আজকের বিজিবি’র।

 

১৭৯৫ সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে বাহিনীটির গোড়াপত্তন হওয়ার পর কালের বিবর্তনে পরিবর্তন হয় বাহিনীটির নামও। পরিবর্তন হয় অস্ত্রশস্ত্রের, পোশাকেরও। জনবল, শক্তি সামর্থ্যও বৃদ্ধি পায় সময়ের প্রয়োজনে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) নাম বদল করে বাহিনীটির নাম দেয়া হয় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর।

 

২০১১ সালের ফেব্রুয়ারিতে এ বাহিনীর সর্বশেষ নামকরণ হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ঐ বছরে ২০ ডিসেম্বর বিজিবি দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। সপ্তদশ শতকের শেষভাগে পার্বত্য চট্টগ্রামে লুসাই বিদ্রোহ দেখা দিলে এ এলাকা রক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি রামগড়ে মাত্র ৪৮৬ জন সৈন্য নিয়ে ‘রামগড় লোকাল ব্যাটালিয়ন’ গঠন করে। অস্ত্রশস্ত্রের মধ্যে ছিল ৬ পাউন্ড গোলার ৪টি কামান। এছাড়া দুটি অনিয়মিত অশ্বারোহী দল ও যাতায়াতের জন্য ছিল কয়েকটি উপযোগী যানবাহন। ১৭৯৫ থেকে ১৮৬০ সাল পর্যন্ত রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে বাহিনীটির কার্যক্রম চলে।

 

পরর্বতীতে ১৮৬১ সালে নামকরণ হয় ‘ফ্রন্টিয়ার গার্ডস’, ১৮৭৯ সালে ‘স্পেশাল রির্জাভবাহিনী’, ১৮৯১-তে ‘বেঙ্গল মিলিটারি পুলিশ ব্যাটালিয়ন’, ১৯১২ সালে ‘ঢাকা মিলিটারি পুলিশ’, ১৯২০ সালে ‘বেঙ্গল ব্যাটালিয়ন অব ইস্টার্ন ফ্যন্টিয়ার রাইফেলস’, ১৯৪৭- এ ভারত বিভক্তির পর এ বাহিনীর নামকরণ হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। ১৯৯৫ সালে তৎকালীন বিডিআর’র খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মো. ওয়ালী উল্লাহ ও রামগড়স্থ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোসাদ্দেক হোসেনের উদ্যোগে ‘স্বার্থক এ জন্ম’ নামে সর্বপ্রথম রামগড়ে স্থাপন করা হয় বিজিবির জন্ম স্মৃতিস্তম্ভ।

 

বাহিনীটির ২’শ বছর পূর্তিতে এ স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ২০০৫ সালে তৎকালীন ৩৩ রাইফেল ব্যাটালিয়নের উদ্যোগে স্থাপন করা হয় এ বাহিনীর দৃষ্টিনন্দন বিশাল জন্ম স্মৃতিস্তম্ভ। এর বেদিতে বিজিবি’র সংক্ষিপ্ত জন্ম ইতিহাস লেখা ছাড়াও পোড়া মাটি দিয়ে তৈরি বাহিনীটির বিবর্তনের ৮টি অবয়ব বা টেরাকোটা স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন সমতল জেলা থেকে আগত পর্যটকরা রামগড় সদরের ভারত সীমান্ত ঘেঁষা অফিস টিলা এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন এ বিশাল ‘বিজিবি স্মৃতিস্তম্ভে’ ঘুরে দেখেন আর জেনে নেন বাহিনীটির সুদীর্ঘকালের গৌরবময় জন্ম ইতিহাস।

 

রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, রামগড়ের মাটিতে দেশের অতন্দ্রপ্রহরী ঐতিহ্যবাহী সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি’র জন্ম এটি এখানকার বাসিন্দাদের জন্য অত্যন্ত গর্বের।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট