গত কয়েকদিনের টানাবর্ষণে ক্ষতিগ্রস্ত কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন।
মঙ্গলবার (৮ আগস্ট) তিনি উপজেলার চন্দ্রঘোনা, কাপ্তাই ও ওয়াগ্গা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় সরজমিনে পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে খোঁজখবর নেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে চলে আসতে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন।
এ সময় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ