চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দ্বিতীয় ওয়ানডে আজ, জয়ের বিকল্প নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

প্রথম ওয়ানডে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে সফরকারী বাংলাদেশ। সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের টানা ১১ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডের ইতি ঘটলো।

 

এছাড়া টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হবার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এ সময় ঘরের মাঠে দু’টি এবং ক্যারিবীয় সফরে দু’টি সিরিজ জিতেছে টাইগাররা। রেকর্ড ধরে রাখতে ও সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

 

বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, আমাদের কাছে এখনও সুযোগ আছে কারণ আমরা একটিমাত্র ম্যাচ হেরেছি এবং যদি পরের ম্যাচে জিততে পারি তাহলে আমাদের সিরিজ জয়ের সুযোগ থাকবে।

 

ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের জয় ২২টিতে ও বাংলাদেশের জয় ২১টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট