চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হেড-কামিন্সের তোপে ভারতকে ২০ বলে হারিয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

৮ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪৭ অপরাহ্ণ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারত-অস্ট্রেলিয়া উভয়ের জন্য বোর্ডার-গাভাস্কার ট্রফির তাৎপর্য অনেক। পার্থে প্রথম টেস্ট জিতে আগেই রোমাঞ্চের আভাস দিয়ে রেখেছিল ভারত। তবে এডিলেডের পিঙ্ক টেস্টে দেখা গেলো উল্টো চিত্র।

 

প্রথম ইনিংসে মিচেল স্টার্ক এবং দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্সের বোলিং তোপে পড়ে বিধ্বস্ত হয়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। অপরদিকে, ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংস শেষে বড় লিড নিয়ে চালকের আসনে ছিল অস্ট্রেলিয়া।

 

রবিবার ৫ উইকেট ১২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু শেষ ৫ উইকেটে আর মাত্র ৪৭ রান করে ভারত অলআউট হয় ১৭৫ রানে। এতে জয়ের জন্য ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। যা ১০ উইকেট হাতে রেখে মাত্র ২০ বলেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

 

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া। মাত্র তিনদিনেই শেষ হলো দিবারাত্রির এই টেস্ট, যেখানে দুই দল খেলেছে মাত্র ১০৩১ বল। এর আগে এত কম বলে শেষ হয়নি ভারত-অস্ট্রেলিয়ার কোন লড়াই। প্যাট কামিন্সের নেতৃত্বে অজি বোলাররা দ্বিতীয় ইনিংসেও দারুণ পারফর্ম করেন। কামিন্স ৫ উইকেট নেন, স্কট বোল্যান্ড ৩টি ও স্টার্ক ২ উইকেট শিকার করেন।

 

এর আগে ব্যাটিং ধসে ভারত প্রথম ইনিংসে মাত্র ১৮০ রানে থামে। মিচেল স্টার্ক ছিলেন বিধ্বংসী, ক্যারিয়ারসেরা ৬/৪৮ বোলিং ফিগারে ভারতকে গুটিয়ে দেন। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে, যেখানে ১৪১ বলে ১৪০ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ট্রাভিস হেড। ভারতের পক্ষে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি চারটি করে উইকেট নেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট