চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, জায়গা হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৪ | ৮:০৮ অপরাহ্ণ

ব্যালন ডি’অরের মূল লড়াইটা ছিল ভিনি-রদ্রির মধ্যে। তাতে শেষ পর্যন্ত ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়ে খেতাবটি হাতে ওঠে রদ্রির হাতে। এবার ফিফার ‘দ্য বেস্ট’ জয়ের জন্যও মনোনয়ন পেয়েছেন দুজন। তাদের সাথে আছেন ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন না পাওয়া আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিও।তবে নাম উঠেনি পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদোর।

 

শুক্রবার (২৯ নভেম্বর) ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডস ২০২৪-এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে।

 

ফিফাডটকমে ভোটিং কার্যক্রম এরই মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যা চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। সেরা পুরুষ খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড়, সেরা পুরুষ কোচ, সেরা নারী কোচ, সেরা পুরুষ গোলরক্ষক এবং সেরা নারী গোলরক্ষকের জন্য ভোট দেবেন দর্শক, জাতীয় দলের বর্তমান অধিনায়ক এবং কোচরা।

 

দেখে নেওয়া যাক বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া খেলোয়াড় ও কোচদের তালিকা :

বর্ষসেরা খেলোয়াড় :

লিওনেল মেসি – আর্জেন্টিনা, ইন্টার মিয়ামি

রদ্রি – স্পেন, ম্যানচেস্টার সিটি

ভিনিসিয়ুস জুনিয়র – ব্রাজিল, রিয়াল মাদ্রিদ

টনি ক্রুস – জার্মানি, রিয়াল মাদ্রিদ

দানি কারভাহাল – স্পেন, রিয়াল মাদ্রিদ

আর্লিং হলান্ড – নরওয়ে, ম্যানচেস্টার সিটি

ফেদেরিকো ভালভার্দে – উরুগুয়ে, রিয়াল মাদ্রিদ

ফ্লোরিয়ান ভার্টজ – জার্মানি, বায়ার লেভারকুসেন

জুড বেলিংহাম – ইংল্যান্ড, রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপে – ফ্রান্স, পিএসজি/রিয়াল মাদ্রিদ

লামিন ইয়ামাল -স্পেন, বার্সেলোনা

বর্ষসেরা কোচ :
কার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ

লিওনেল স্কালোনি, আর্জেন্টিনা

লুইস দে লা ফুয়েন্তে, স্পেন

পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি

জাবি আলোনসো, বায়ার লেভারকুসেন

বর্ষসেরা গোলরক্ষক :
আন্দ্রি লুনিন – ইউক্রেন, রিয়াল মাদ্রিদ

দেভিদ রায়া – স্পেন, আর্সেনাল

এদারসন – ব্রাজিল, ম্যানচেস্টার সিটি

এমিলিয়ানো মার্তিনেজ – আর্জেন্টিনা, অ্যাস্টন ভিলা

জিয়ানলুইগি দোনারুম্মা – ইতালি, পিএসজি

মাইক ম্যাগনান – ফ্রান্স, এসি মিলান

উনাই সিমোনে – স্পেন, আথলেতিক ক্লাব

এবারের ফিফা দ্য বেস্টে সবদিক থেকেই দর্শক মতামত পাচ্ছে বাড়তি গুরুত্ব। বর্ষসেরা ছেলেদের ও মেয়েদের একাদশ নির্বাচনে তারাও ভোট দেবেন, যা সমানভাবে ভাগ হবে একটি বিশেষজ্ঞ প্যানেলের ভোটের সাথে।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন