চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন প্রকাশ রামু (৩৫) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। সুমন বন্দরটিলার বাসিন্দা। তিনি বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করতেন।
বুধবার (২২ মে) সকালে দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ লাশ উদ্ধার করে। ভাঙ্গারির দোকানে বিক্রির জন্য জং ধরা একটি ঢেউটিন টান দিলে বিদ্যুষ্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হোসাইন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ