তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের মধ্যে হতে যাওয়া প্রথম সরাসরি শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না বিশ্বের দুই ক্ষমতাধর নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা হওয়ার কথা। এতে প্রেসিডেন্ট পুতিন না গেলেও রাশিয়া অভিজ্ঞ টেকনোক্রেটদের একটি দল পাঠাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রবিবার রুশ প্রেসিডেন্টই ‘কোনো শর্ত ছাড়া’ ইউক্রেইনের সঙ্গে বৃহস্পতিবার ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন।
কিন্তু বুধবার ক্রেমলিন শান্তি আলোচনায় মস্কোর প্রতিনিধিদের যে নাম ঘোষণা করেছে তাতে পুতিন নেই, আছেন তার উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিনসহ কয়েকজন কুশলী আলোচক।
এর আগে এই এই বৈঠকে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষমেশ তিনিও এই বৈঠকে থাকছেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, শান্তি নিয়ে আলোচনা কেবলমাত্র পুতিনের উপস্থিতিতেই হওয়া সম্ভব।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হেভিওয়েট দুই প্রেসিডেন্টের অনুপস্থিতি ইস্তাম্বুলের আলোচনা থেকে বড় কিছু প্রাপ্তির প্রত্যাশা কমিয়ে দিল, বলছে রয়টার্স।
পূর্বকোণ/পিআর