চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৪ | ১০:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির পৌর সদরে শ্রমিক আটককে কেন্দ্র করে জামায়াত-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছে। তবে তারা কোন দলের তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে ওই এলাকার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে শ্রমিকরা রাস্তায় ব্যারিকেট দেয়, পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

 

এ ঘটনায় আহতরা হলেন- মো. শাহাদাৎ (২২), আবদুল আল টিটু (৩৫), মো. সোহেল (২৫) ও তানভীর চৌধুরী (২৫)।

 

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বলেন, সিএনজি শ্রমিক নেতা সরোয়ারকে আটকের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা পৌর সদরের বাসস্ট্যান্ডে ব্যারিকেট দেয়। এই ব্যারিকেটকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র চারজন আহতের বিষয়ে নিশ্চিত করেন। আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন মাস্টার বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনার সূত্রপাত। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট