চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় রহস্যজনক আগুনে পুড়ল দুটি দোকান

চকরিয়া প্রতিনিধি

৪ নভেম্বর, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দুটি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাহারিবিল ইউনিয়নের সাহারবিল স্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

দোকান মালিক সাজিদ হোসেন সাকিব জানান, বিকেলে হঠাৎ আমার মালিকানাধীন পাশাপাশি দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

 

তিনি আরও জানান, দোকান দুটি বন্ধ ছিল। কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা যায়নি। বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। এতে আমার ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি নিয়ে রাত ৯টা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট