চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়াগামী ১২ নারী-শিশু উদ্ধার, ৪ দালাল আটক

টেকনাফ সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

টেকনাফে মানবপাচার চক্রের সক্রিয় চার সদস্যকে আটক এবং মালয়েশিয়াগামী ১২ জন নারী-শিশু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার চার দালাল হল- মো. কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), উভয়ের গ্রাম টেকনাফ সদর ইউপির দক্ষিণ লম্বরী, ৩ নম্বর ওয়ার্ডে ও আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০), রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)। তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়ার জাহাজমারায়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী সাকিনস্থ পর্যটন বাজারের অদূরে আসামি ফয়সালের সুপারি বাগানের ভিতর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চার মানব পাচারকারী দালালকে আটক করা হয়। মানব পাচারের শিকার (ভিকটিম) ৩ জন নারী, ৯ জন শিশুসহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা ও ধৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট