চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক রাজা কামাল গ্রেপ্তার

কর্ণফুলী সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল আহমদকে (রাজা কামাল) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিএমপি ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তার কামাল আহমদ রাজা চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের কর্মকর্তা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, রবিবার সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে নগরীর কোতোয়ালী থানায় হস্তান্তর করেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

 

স্থানীয়রা জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ। রবিবার সন্ধ্যায় খোয়াজনগর গ্রামের একটি বহুতল ভবনের নিচে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট