চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে এক টন পলিথিন জব্দ, ৩৫ হাজার টাকা জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৯:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারে দিনব্যাপী অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ এবং একাধিক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।

 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বাজারঘাটা এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়া, অবৈধভাবে পলিথিন রাখার অপরাধে চারজন ব্যবসায়ীকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জরিমানা দেয়া ব্যবসায়ীরা হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ এবং সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী বলেন, পলিথিন ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। তা সত্ত্বেও অনেকেই এখনও নিষিদ্ধ পলিথিন ব্যবহার করছে। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করা।

 

জরিমানা দেয়া ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা জানতেন না যে এই পলিথিনগুলো ব্যবহার নিষিদ্ধ। ভবিষ্যতে তারা আর নিষিদ্ধ পলিথিন ব্যবহার করবেন না।

 

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাবে। এছাড়া, জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট