চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানের নোয়াপাড়ায় প্রবাসীর মরদেহ উদ্ধার

রাউজান সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৭:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় মো. মুন্না (২৬) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. মুন্না নোয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুকারদীঘির পাড় এলাকার মো. মোজাম্মেলের ছেলে।

 

রবিবার (৩ নভেম্বর) রাউজান থানা পুলিশ রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উদ্ধার করেছে।

 

এর আগে, বিকেলে বসতঘরের শয়নকক্ষে ফাঁসিতে ঝুলন্ত ছিল ওই যুবকের লাশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এলাকার লোকজন বলেন, পরিবারের সদস্যরা দুপুরে খাবার খাওয়ার ফাঁকে প্রবাসী মো. মুন্না নিজ বসতঘরের কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই কৃষ্ণ লাল বলেন, ঘরে কেউ নেই। পরিবারের সদস্যরা হাসপাতালে গেছে।

 

রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট