চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেশন কর্মচারীর মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাপ্পি (২৩) নামে এক ডেকোরেশন কর্মচারীর মৃত্যু হয়েছে।

 

রবিবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত বাপ্পি বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মানিক বলেন, বিকালে জেনারেটর চালু করতে গিয়ে অসর্তকতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বাপ্পি।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ বিষয়টি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট