২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শ্রেষ্ঠত্বের মুকুটের অধরা স্বপ্ন পূরণ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা পরের বছরই পুরুষ ফুটবলের র্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান হয়। এরপর থেকে টানা ২০ মাস সেই শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল স্কালোনির দল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সর্বশেষ হালনাগাদে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা টানা ৬২৪ দিন ফুটবলের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বছর শেষে যা দাঁড়াবে ৬৩৬ দিনে।
এভাবে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের দাপুটে পারফরম্যান্স ধরে রাখতে পারলে, আরও বড় রেকর্ডের হাতছানি দিচ্ছে লিওনেল মেসি–এমিলিয়ানো মার্টিনেজদের সামনে। রেকর্ডের খাতায় এখন তাদের সামনে রয়েছে স্পেন, যারা (২০১১ সালের ২১ সেপ্টেম্বর–২০১৪ সালের ১৭ জুন) ১০৩০ দিন পুরুষ ফুটবলের শীর্ষ অবস্থানে ছিল। কিন্তু সবমিলিয়ে দীর্ঘ সময় শীর্ষস্থানে থাকার দিক থেকে তাদের চেয়ে সেরা তিনটি রেকর্ড রয়েছে। অর্থাৎ, স্পেনের অবস্থান তালিকায় চতুর্থ, আর আর্জেন্টিনা রয়েছে পাঁচে।
ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে লম্বা সময় ধরে এক নম্বরে থাকার রেকর্ড রয়েছে ব্রাজিলের। শীর্ষ দুটি রেকর্ডই সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দখলে। ২০ জুলাই ১৯৯৪ থেকে ১৫ মে ২০০১ সময়কালে ২৪৯১ দিন র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল সেলেসাওরা, এ ছাড়া পরের আরেকটি মেয়াদে (৩ জুলাই, ২০০২ থেকে ১৭ জানুয়ারি, ২০০৭) তাদের এই র্যাঙ্কিং দাপট ছিল ১৬৫৯ দিন। এই দুটি এখন পর্যন্ত সর্বকালের সবচেয়ে লম্বা সময় শীর্ষে থাকার রেকর্ড।
রেকর্ডের তালিকায় তিনে থাকা বেলজিয়াম ১২৩৯ দিন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল (২০ সেপ্টেম্বর, ২০১৮ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২২)। তাদেরকে হটিয়ে ব্রাজিল র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান হয়। তবে ২০২২ বিশ্বকাপ জয়ের পর সেই জায়গা দখল করে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। চলতি বছরও সেই অবস্থানে থেকেই আলবিসেলেস্তেরা শেষ করতে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৯২ সালে ফিফা মেন্স র্যাঙ্কিং চালুর পর থেকে এখন পর্যন্ত শীর্ষস্থানে ওঠার সৌভাগ্য হয়েছে কেবল ৮টি দেশের। তারা হচ্ছে– ব্রাজিল, ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, নেদারল্যান্ডস ও বেলজিয়াম।
২০১০ সালে এক বছরেই ১৬ বার সর্বোচ্চ ওই অবস্থানের পরিবর্তন হয়েছিল। এ ছাড়া এখন পর্যন্ত কেবল ৪ বার কোনো দলের এক বছরের বেশি সময় শীর্ষে থাকার নজির রয়েছে।
সাধারণত, কোনো টুর্নামেন্ট কিংবা ম্যাচে প্রতিপক্ষ দুই দলের অবস্থান ও ফলাফলের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের পয়েন্ট যুক্ত করা হয়। ড্রয়ের চেয়ে জয় এবং সাধারণ টুর্নামেন্টের চেয়ে বিশ্বকাপ কিংবা মহাদেশীয় টুর্নামেন্টের পয়েন্ট বেশি গণ্য করা হয়।
পূর্বকোণ/এমটি/পারভেজ