টানা তাপদাহ শেষে স্বস্তির বৃষ্টি নামলেও বজ্রপাত যেন কিশোরগঞ্জবাসীর জন্য হয়ে উঠেছে মৃত্যুর আশঙ্কা। রোববার (১১ মে) বিকেলে বজ্রপাতে জেলার ভৈরব ও কুলিয়ারচরে তিনজন নিহত এবং হোসেনপুরে একজন আহত হয়েছেন। গত ২০ দিনে বিভিন্ন উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মোট ১৩ জন।
রোববার নিহত তিনজন হলেন- ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ফারুক মিয়া (৬৫) ও ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারীনগরের কবির হোসেন (২৫)। আহত আবু বকর (৬০) হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। নিহতরা এ সময় খোলা জায়গায় কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বলেন, ‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ’কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসব মৃত্যুর ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকসহ সাধারণ মানুষ। কারণ গত কয়েকদিনে জেলায় যেভাবে বজ্রপাতে প্রাণহানি ঘটছে, তা এর আগে দেখা যায়নি। এ মৌসমে বৃষ্টি হলেই কোনো না কোনো উপজেলায় বজ্রপাতে ঘটছে প্রাণহানি।
পূর্বকোণ/আরআর/পারভেজ