চট্টগ্রাম সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইইউ-আমেরিকান অ্যাম্বাসিসহ সব জায়গায় চিঠি দেবেন হিরো আলম

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০২৩ | ১:৫৫ অপরাহ্ণ

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, দেশে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, সেটি আমি বিদেশিদের কাছে তুলে ধরব। পাশাপাশি আমার ওপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান অ্যাম্বাসিকে অভিযোগ দেবো। শুধু তাই নয়, যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে, আমি প্রতিটা জায়গায় চিঠি দেবো।

 

ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে নৌকার সমর্থকদের হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পর নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম। এর আগেও নির্বাচন ঘিরে কয়েক দফা হামলার শিকার হন তিনি। এসব ঘটনায় মামলা করে বিচার পাবেন কিনা, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

 

তিনি বলেছেন, উপনির্বাচনের প্রচার চলাকালে মহাখালীর কড়াইল বস্তিতে আমার উপর হামলা হয়েছে। তখন বনানী থানায় মামলা করেছি। কিন্তু বিচার পাইনি। এ ঘটনায় মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছিলাম। হত্যার পরিকল্পনা থেকেই তার উপর এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

এর আগে সোমবার বিকেলে ভোট চলাকালে বনানীর একটি কেন্দ্রে গিয়ে নৌকার সমর্থকদের হামলার শিকার হন হিরো আলম। রাস্তায় ফেলে মারধর করা হয় এ স্বতন্ত্র প্রার্থীকে।

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট