লায়ন্স জেলার যুব সংগঠন লিও জেলার মানবসেবার কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে লিও জেলা পরিষদের আগামী সেবাবর্ষ (২০২৫-২০২৬)-এর কার্যকরী কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে।
কমিটিতে লিও জেলা সভাপতি পদে লিও মো. শওকত হোসেন, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও দীপ্ত দে, লিও জেলা সহ-সভাপতি পদে লিও মো. সিফাতুল ইসলাম সামি, লিও জেলা সচিব লিও রাফিদ মো. আহনাফ ও লিও জেলা কোষাধ্যক্ষ হিসেবে লিও হোসেন মো. ইমরান নিকসন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
আগ্রাবাদের একটি কনভেশন হলে নতুন এই কেবিনেট ঘোষণা দেন ২০২৫-২৬ সেবাবর্ষের জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু এমজেএফ। সেই সাথে লিও জেলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লিও ক্লাবস চেয়ারম্যান হিসেবে লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন হিসেবে লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, লিও লায়ন লেয়াজু লায়ন ফারাহ বেনজির আলম এশা, লিও ইয়ুথ লায়ন মো. শাহরিয়ার ইকবালের নাম ঘোষণা করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ