মঙ্গলবার (২১ মে) নগরীর জিইসি ও ২ নং গেইট কর্ণফুলী কমপ্লেক্স নিত্যপণ্যের বাজার মনিটরিং অভিযানে ভোক্তাধিকারের কর্মকর্তারা এই জরিমানা আদায় করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান বলেন, কর্ণফুলী কমপ্লেক্সের ৪ নং গলির একটি দোকানে ৮০ টাকা দামের ‘হিরো ক্রিম’ নামে একটি নিম্ন মানের পণ্যে ‘DANO’ ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে ১৫০ টাকা বিক্রি এবং ফ্রেডস কোম্পানির ইঁদুরে খাওয়া চিড়ায় অন্য লেভেল লাগিয়ে ভালো পণ্য হিসাবে বিক্রি ও প্রদর্শন করার অপরাধে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একটি পণ্যের দাম ১৪৫ টাকার উপর ১৫৫ টাকা মূল্য বাসানোর অভিযোগে জিইসি এলাকার কামাল জেনারেল স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্কও করা হয়।