চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে এস আলমের ভোজ্যতেল কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৪ | ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০ টা ১০ মিনিটে আগুণ নির্বাপন করা হয়।

 

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট