মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ভলান্টিয়ার্স ফোরামের সদস্যরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শহিদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
এ সময় পিসিআইইউ ভলান্টিয়ার্স ফোরামের লিডার মোহাম্মদ আবদুল আহাদ, ফাহমিদা কাদের নওরিন, কো-লিডার মোহাম্মদ তাফসীরুল সামি, ওমেন রিপ্রেজেন্টেটিভ শ্যামলী আক্তার সোনালী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ মুজতাহিদ হাসানসহ বিভিন্ন ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ