চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ষোলশহরে যুবলীগের মিছিলে ককটেল হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২১ | ১:০৪ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর এলাকায় সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের প্রচারণার মিছিলে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ষোলশহর ফরেস্ট গেটের মুখে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ যুবলীগের।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক পূর্বকোণকে বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণার অংশ হিসেবে যুবলীগের একটি মিছিল ষোলশহর থেকে শুরু হয়। মিছিলটি ফরেস্ট গেট এলাকায় তিনটি ককটেল হামলা হয়। হামলাকারীরা ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।

মূলত সিটি কর্পোরেশন নির্বাচনে ভয়ভীতি, আতঙ্ক ছড়াতে বিএনপি প্রতিদিন আওয়ামী লীগের মিছিলে হামলা করছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া পূর্বকোণকে বলেন, যুবলীগের মিছিলে ককটেল হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট