
নোংরা পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স ছাড়াই মিষ্টান্ন জাতীয় খাবার তৈরির অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত ভাবীর হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম। তিনি বলেন, লাইসেন্স ছাড়া নোংরা পরিবেশে হোটেলটিতে মিষ্টি, দধি ও ঘি জাতীয় পণ্য তৈরি করছিল।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো. জাহেরুল হক।
পূর্বকোণ/কায়ছার/এএইচ