চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় প্রশাসনের অভিযান, ২’শ কেজি পলিথিন জব্দ

চকরিয়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন। অভিযানে ২’শ কেজি পলিথিন জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা আদায়ও করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী বাজারে ২ দোকান থেকে ২’শ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এই অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট