চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু চকরিয়ায়

চকরিয়া সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ৪:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বালতির পানিতে ডুবে আজবির নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এসকে পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

শিশু আরশ ওই এলাকার আনোয়ারুল আজিম আনারের পুত্র।

জানা গেছে, রবিবার সকালে আরশ বাড়ির উঠানে খেলা করেছিল। এসময় তার মা বাড়ির ভেতরে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকায় পরিবারের অগোচরে আরশ বালতির পানিতে ডুবে আটকে পড়ে। দীর্ঘক্ষণ ধরে সে ঘরে না ফেরায় তার মা ঘর থেকে বের হয়ে দেখেন আরশ বালতির পানিতে ডুবে আছে। পরে শিশু তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।  

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট