চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে যুবকের লাশ উদ্ধার

বাঁশখালী সংবাদদাতা

৩ নভেম্বর, ২০২৪ | ২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে ফোরকান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

 

নিহত যুবক সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত যুবকের গায়ে ছিল হাফ গেঞ্জি ও নরমাল প্যান্ট। গলায় হাল্কা আঘাতের চিহ্ন রয়েছে।

 

সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন, নিহত যুবক ফোরকান মৃত্যু নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। তাকে কোথাও আঘাত করে লাশ ফেলে দেয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট