চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজান উপজেলা ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৪ | ১১:৪৪ অপরাহ্ণ

‘নিষিদ্ধ সংগঠন’ ছাত্রলীগের রাউজান উপজেলার দুই নেতাকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মো. সালাউদ্দিন (৩৪) ও নুরুল আজিম (৩৩)।

 

গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাই থানাধীন শুলকবহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

 

গ্রেপ্তারকৃত উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রাউজান দেওয়ানপুরের মৃত আবদুল কুদ্দুসের ছেলে এবং উপজেলার (দক্ষিণ) সহ-সভাপতি নুরুল আজিম একই এলাকার নুরুল হকের ছেলে।

 

ওসি বলেন, ‘বিশেষ অভিযানে স্থানীয়দের সহযোগিতায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাউজান থানায় পূর্বের মামলা ছিল। দুই ছাত্রলীগ নেতাকে শুক্রবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

 

পূর্বকোণ/জাহেদ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট