চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় শঙ্খ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে যুবকের মৃত্যু

আনোয়ারা সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৪ | ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় শঙ্খ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে মোহাম্মদ ছাদেক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।

 

শুক্রবার (১ নভেম্বর) বিকালে রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। বাবার মৃত্যুর পর ছাদেক মায়ের সঙ্গে নানার বাড়ি দর্জিয়ার বাপের বাড়িতে থাকত। পরিবারে তার মা ছাড়াও এক বোন ও স্ত্রী রয়েছে। পেশায় তিনি দিনমজুর।

 

নিহত ছাদেকের খালাতো ভাই একে খান বলেন, শুক্রবার দুপুরে ছাদেকসহ কয়েকজন শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এ সময় সে কাঁকড়া ধরার ফাঁদের বড়শির সাথে আটকে নদীতে পড়ে যায়। পরে স্বজনরা দেড়ঘন্টা খোঁজাখুঁজির পর নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ নূর বলেন, নিহত ছাদেক দিনমজুরের কাজ করে। শুক্রবার বিকেলে তারা কয়েকজন নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে নৌকায় থাকা ছাদেক অসাবধানতাবশত কাঁকড়া ধরার ফাঁদের বড়শিতে আটকে নদীতে পড়ে যায়। সহপাঠীসহ স্বজনরা নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট