চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-যুবলীগের ৫ নেতা আটক

চকরিয়া সংবাদদাতা

২৭ অক্টোবর, ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়াও একাধিক স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

 

পুলিশ জানায়- রবিবার বিকেলে নিজ এলাকা থেকে আটক করা হয়েছে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেনকে। এছাড়া মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল দরবেশীকে দরবেশ কাটা থেকে, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক মো. জসিম উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হামিদ সোনামিয়াকে রংমহল থেকে, চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মো. বেলালকে নিজ এলাকা থেকে আটক করা হয়।

 

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইঁয়া জানান, আটক ইউপি চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনের বিরুদ্ধে কী অপরাধ রয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট