কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে নৌকা নিয়ে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলে আবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নৌকার মালিক এনাম উল্লাহ জানান, সাগরের মাছ শিকারে গিয়ে বড় এক ঢেউর আঘাতে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। এখনো নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা করছেন।
সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, সাগরে নৌকা নিয়ে মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ