চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে: হামিদুর রহমান আজাদ

মহেশখালী সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে মাতারবাড়ি, কালারমারছড়াসহ মহেশখালীতে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে। উন্নয়নের দোহাই দিয়ে সেই দলের নেতাকর্মীরা কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের বিচার বাংলাদেশের জমিনে হবে।

 

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মহেশখালীর কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের উত্তর শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হামিদুর রহমান আজাদ আরও বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী দল। ইসলাম প্রতিষ্ঠার জন্য জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে সংগ্রাম করে আসছে। অনেক ত্যাগ ও কুরবানি পেশ করেছে। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সৎ, যোগ্য ও সমাজ পরিচালনার জন্য দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে চায়।

 

কর্মী সম্মেলনের প্রধান বক্তা মাসুদ বিন সাঈদী বলেন, আওয়ামী লীগ ভোট চুরি করে ক্ষমতায় বসেছিল। তারা খুনের রাজনীতি করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে। এখনো দেশে গভীর ষড়যন্ত্র চলছে, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকলে দেশে আওয়ামী লীগের জায়গা হবে না কোনদিন।

 

মহেশখালী উত্তর শাখার জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী প্রমুখ।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট