চট্টগ্রামের রাউজানে অপহৃত তিন যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণের ১৭ ঘণ্টা পর শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে নোয়াপাড়া শেখপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। নির্যাতনের শিকার হওয়ায় তারা রাউজান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উদ্ধার হওয়া যুবকরা হল- নোয়াপাড়া শেখপাড়া এলাকার মানিকের ছেলে বুটিকস ব্যবসায়ী মো. সাজ্জাদ (২৪), রাংগুনিয়া লিচু বাগান এলাকার মো. দুলালের ছেলে ইমাম হোসেন (২৭) ও একই এলাকামৃত কামালের ছেলে লিচু বাগান সোহেল (২৫)।
পুলিশের দাবি, লোকজনের কাছে অপহরণের কথা শুনে সারারাত অভিযান করে শনিবার দুপুরে একটি স্কুল থেকে তাদের উদ্ধার করা হয়। মুক্তি পাওয়া যুবকরা দাবি করেছে, এলাকার কিছু মুরব্বি তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।
অপহৃত মো. সাজ্জাদ বলেন, ‘বাড়িতে মেজবান উপলক্ষে আমার দুই পরিচিত ইমাম ও সোহেল এসেছিল। রাত ৮টার দিকে আমরা তিনজন মেজবান খেতে অংশ নেয়ার জন্য শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়ায়। একটি সিএনজিভর্তি সন্ত্রাসী দল আমাকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। এরপর আরও কয়েকটি সিএনজি করে সোহেল ও ইমামকে তুলে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা আমাদের কখনো বিলের মাঝখানে, কখনো গাছের সাথে বেঁধে, আবার কখনো রুমে বেঁধে অস্ত্রের বাট দিয়ে, কিল, ঘুষি দিয়ে বারবার মারধর করে। আজ দুপুরে চৌধুরীহাট সংলগ্ন মুসলিম হাইস্কুলের পাশে তিনজন বয়স্ক লোক দিয়ে আমাদের পুলিশের কাছে হস্তান্তর করে।’
সাজ্জাদ আরও বলেন, ‘বাবা বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার গ্রুপের সাথে জড়িত। এ কারণে আমাকে এবং বন্ধুদের অপহরণ করেছে এবং আমাকে অস্ত্র দিয়ে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নিতে চেয়েছিল। এই ঘটনায় আমরা মামলার প্রস্ততি নিচ্ছি।’
সাজ্জাদের মা শামসুন্নাহার বলেন, ‘ছেলের বাবার কাছে মুক্তিপণের টাকা দাবি করেছিল। পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় তাদের উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে অপহরণকারীরা চারটি মোবাইল ও ৫ হাজার ২’শ টাকা নিয়ে যায়।’
এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘স্থানীয় বিভিন্ন মাধ্যমে অপহরণের কথা জেনে পুলিশ সারারাত তাদের উদ্ধারে অভিযান করে। পরে আজ দুপুরে তাদের চৌধুরীহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অপহৃতরা অভিযোগ দিলে মামলা নেয়া হবে।’
পূর্বকোণ/পিআর/এএইচ