চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন
চাঁদ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন

অনলাইন ডেস্ক

২৮ মে, ২০২৫ | ৭:১৫ অপরাহ্ণ

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ৭ জুন, শনিবার।

 

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

 

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

 

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হয়।

 

গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

 

এছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট