চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মাটির দেয়ালচাপায় কন্যাশিশুর মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

১ নভেম্বর, ২০২৪ | ৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের খুদুল্লাপাড়ায় ঘরের মাটির দেয়ালচাপায় মোছাম্মৎ তাবাসসুম নামের ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তাবাসসুম বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল গফুরের কন্যা।

 

জানা যায়, বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খুদুল্লাপাড়ায় গ্রামের আব্দুল গফুর একটি নতুন বাড়ি তৈরি করেছেন। কাঁচা মাটির দেয়ালের পুরাতন বাড়িটি খনতা দিয়ে ভাঙার কাজ চলছিল। এ সময় শিশুটি উঠানে খেলতে গিয়ে দেয়াল ভাঙা অংশে চাপা পড়ে। প‌রিবার ও প্রতিবেশীরা মাটি সরিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক কাজী তামান্না আশরাফী শিশুটি মৃত বলে ঘোষণা করেন।

 

তিনি বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

 

ইউনিয়ন পরিষদ সদস্য বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে দুপুরে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট