চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ওজনে কম দেয়ায় সীতাকুণ্ডে ২ দোকানিকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

১ অক্টোবর, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

মোড়ক নিবন্ধন সনদ না থাকা এবং ওজনে কম দেয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই দোকানিকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে পৌরসদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

 

তিনি বলেন, অভিযানে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় এবং ওজনে কম দেয়ায় বিসমিল্লাহ হোটেল এন্ড সুইটস নামক একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করার জন্য নির্দেশনা দেয়া হয়। এছাড়া ফারুকের মাছের দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট