চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

সীতাকুণ্ড সংবাদদাতা

১ অক্টোবর, ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে গোবিন্দ দেবনাথ (২০) নামে এক কলেজছাত্র।

 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসদর পাউবি এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

 

তিনি উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের খেদারখীল গ্রামের দীনেশ দেবনাথের ছেলে। গোবিন্দ বিজয় স্মরণী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিজয় স্মরণী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী গোবিন্দ দেবনাথকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্বজনরা রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে এসে দেখেন লাশটি গোবিন্দর।

 

নিহতের কাকাত ভাই বন্ধন দেবনাথ জানান, গোবিন্দর শরীর দুই টুকরো হয়ে গেছে। হঠাৎ সে কেন এ ঘটনা ঘটালো কেউ বুঝতে পারছে না।

 

তিনি বলেন, গোবিন্দর বাবা একজন ব্যবসায়ী। তারা দুই ভাই। এক ভাই প্রবাসী। সে কলেজে পড়াশুনা করত।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ইনচার্জ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রত্যক্ষদর্শী সূত্রে জেনেছি ছেলেটি ঘটনার সময় একা হেঁটে যাচ্ছিলেন। যাবার সময় একজন রেল কর্মীর সাথে কথা বলেছে সে। এরপর ঢাকামুখী কর্ণফুলি এক্সপ্রেস ঐ এলাকা অতিক্রমের সময় প্রথমে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে চিৎকার করে সরে যাবার জন্য বলতে থাকলে সে রেল লাইনের উপর শুয়ে পড়ে। এতে ট্রেনের চাকায় তার শরীর দুই ভাগ হয়ে যায়।

 

তিনি বলেন, একজন ছাত্র এই বয়সে কেন আত্মহত্যা করবে তা বুঝতে পারছি না। তাই আমরা লাশ পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট