চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

হাটহাজারীতে বজ্রপাতে নিহত ১

হাটহাজারী সংবাদদাতা

১ অক্টোবর, ২০২৪ | ৭:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে বাবুল মিয়া (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত বাবুল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার জয়শ্রী গ্রামের মৃত পরশ আলীর ছেলে। তার এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

 

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে হাটহাজারী পৌরসভার উত্তর মোহাম্মদপুর ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিন মুক্তার।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বাবুল মিয়া সকাল থেকে উক্ত এলাকার সিএনজিচালিত অটোচালক আলাউদ্দীনের কৃষি জমিতে কাজ করছিলেন। তাদের ঘরে দুপুরে খাবার খেয়ে পুনরায় জমিতে কাজ করতে যাওয়ার সময় দুপুর ২টা ৫০ মিনিটে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক বাবুল মিয়া।

 

এসআই হাসান বিন মুক্তার জানান, নিহত শ্রমিক বাবুল মিয়া আলাউদ্দীন নামে এক ব্যক্তির কাছে শ্রমিক হিসাবে কাজ করতেন। তার সাথে তার ভায়রা-ভাই এমদাদ কাজ করতো। তারা দুইজন আলাউদ্দীনের ঘর থেকে ভাত খেয়ে জমিতে কাজ করার জন্য যাওয়ার পথে বজ্রপাতে বাবুল মারা যায়।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে নিহত বাবুলের মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট