চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় পথচারী নারী গুরুতর আহত

রাউজান সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে সিএনজিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণহীন ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলা গুরুতর আহত হন। তার মাথা ট্রাকের চাকার নিচে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়ার কমলার দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক ওই মহিলার নামপরিচয় জানা যায়নি। তবে আনুমানিক বয়স ৬০-৬৫ হতে পারে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কমলার দীঘি এলাকায় পশ্চিম দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি পার্শ্ববর্তী খাদের কিনারায় আটকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় মারাত্মক আহত হন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান স্থানীয়রা। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই অটোরিকশাতে কোন যাত্রী ছিল না। চালক কোনভাবে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক পালিয়েছে।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট