চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সকালে নানুবাড়ি বেড়াতে গিয়ে দুপুরে লাশ

ঈদগাঁও সংবাদদাতা

৯ জুন, ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হল- সাড়ে তিনবছর বয়সী ইলমা ও ২ বছর বয়সী আদিবা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। ইলমা পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালীর দোলা মিয়ার তৃতীয় মেয়ে এবং আদিবা পোকখালীর মালমুরা পাড়ার হাফেজ মাহবুবুর রহমানের একমাত্র মেয়ে।

 

প্রত্যক্ষদর্শী কাইয়ুম জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ইলমা বোয়ালখালী থেকে নানুবাড়ি পোকখালীতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে শিশুরা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঈদগাঁও’র একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট