চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ইরানে ইসরায়েলি হামলায় দুই পরমাণুবিজ্ঞানী নিহত
ইরানের তেহরানে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত কিছু যানবাহন

ইরানে ইসরায়েলি হামলায় দুই পরমাণুবিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ

তেহরানসহ ইরানের কয়েকটি জায়গায় ইসরায়েলি হামলায় ইরানি জ্যেষ্ঠ দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নিহত দুই বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।

 

ফেরেদুন আব্বাসি ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই)-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর দেখভাল করে থাকে এইওআই। ২০১০ সালে তেহরানের একটি সড়কে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। তখন প্রাণে বেঁচে যান তিনি।

 

নিহত আরেক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ছিলেন। হামলায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে,ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিহিত করেছেন তিনি।

 

ইসরায়েলে ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটি বলছে, খুব দ্রুতই পাল্টা হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

 

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলছে, রাজধানী তেহরানের আবাসিক এলাকাগুলোতে হামলা হয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুরাও আছে। এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট