চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ভারতে বিধ্বস্ত বিমানের ২৪২ যাত্রীর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই: পুলিশ

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ণ

ভারতে ২৪২ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।

এদিকে আহমেদাবাদের পুলিশ প্রধান বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বিমানের যাত্রীদের মধ্যে কেউই বেঁচে নেই।

বার্তা সংস্থা এএফপি ও এপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে এয়ার ইন্ডিয়া জানায় বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই মেঘানি নগরের লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন